বিষয়:
রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা: ৬৬
শিরোনাম: ঐ, উমা, তোর পোষা শুক তোরে
বেহাগ-একতালা
ঐ, উমা, তোর পোষা শুক তোরে
"মা, মা" ব'লে ডাকে;
মুক হয়ে ছিল, নিজ হাতে কিছু
খেতে দে, মা পাখীটাকে।
ঐ যে, মা, তোর পোষা শিখীগুলি
নাচিছে হরষে পেখ্মটি তুলি'!
তুই চ'লে গেলে, খোলে না কলাপ,
নাচিয়া দেখাবে কাকে?
ঐ, উমা, তোর হরিণ, হংস
নিয়েছিল মোর দুখের অংশ,
(আজ) চরণের পাশে, ঘুরে ঘুরে আসে,
(তোর) মুখ-পানে চেয়ে থাকে।
নব পল্লবে সাজে তরু-লতা,
কোথায় পেয়েছ এত সজীবতা?
থরে থরে ফুল, থোকা থোকা ফল,
অবনত প্রতি শাখে।
পশু, পাখি, তরু আনন্দে মেতেছে,
নূতন করিয়া সংসার পেতেছে,
জ্ঞান নাই, তবু তোর কথা ওরা
কি করিয়া মনে রাখে?
এ কাঙ্গাল কান্ত বলে, গিরিরাণি।
যে দেখেছে মার চরণ দু'খানি,
বিকায়েছে পায়, ভুলিবে কি তায়?
আর ভোলা যায় মাকে?