বিষয়:
রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা: ৬৭
শিরোনাম: ঐ, দুঃখহরণ রাঙাচরণযুগল
হাম্বীর-কাওয়ালী
ঐ, দুঃখহরণ রাঙ্গাচরণযুগল,
পাই যে মা,—কোটি-কল্প-তপস্যার ফল।
তুমিও যে কন্যা-জ্ঞানে,
মগন উহারি ধ্যানে;
আমি, তোমার সতীর্থ, নাহি জামাতা কেবল।
বিশ্ব-সংসারের কাজে,
বিহরে-সংসার-মাঝে
শক্তিহীন বিশ্বচক্র অবশ, বিকল।
জননী, তোমার ঘরে
স্নেহে গেছে বাঁধা প'ড়ে,
রহিতে কি পারে; এর বেশী এক পল?
আমি উপলক্ষ মাত্র;
শুধু ওর অনুমাত্র,
আমি ওরে নিয়ে যাই, কে বলে, মা, বল্।
অনুরোধ করা মিছে,
না বুঝে কাঁদ, মা নিজে,
যাত্রার সময় গেল, মোছ আঁখি-জল।
কান্ত বলে, অদর্শনে
পূর্ণরুপ আসে মনে,
বিরহে তন্ময়ীধরা হেরে স্নিগ্ধ-দল!