বিষয়:
রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা: ৬৮
শিরোনাম: ঐ, ভৈরবে বাজিছে
লক্ষ্ণী, কাওয়ালী—হ্রস্ব দীর্ঘ উচ্চারণভেদে গেয়
ঐ, ভৈরবে বাজিছে, বিকট-ভয়াবহ–
গর্জ্জনে মরণ-বিষাণ!
হা, হা, কি বধির নিদ্রিত রে চিত!
মুদ্রিত অলস নয়ান!
ঐ ভীম—উর্ম্মি বহি’ যায়,—
কিল-পয়োনিধি তাণ্ডব-নর্ত্তনে,
প্রতি পলে গ্রাসিবারে ধায়;
হা, হা, বেলা- সৈকতে, রে মন,
কি সুখ-শয়নে শয়ান!
ঐ বিষধরী ভীম-জরা,—
করাল-কুণ্ডল দেহ রন্ধ্রগত
জীবিত-শক্তি হরা;
হা, হা, দংশন-সংশয়-শঙ্কা—
শূন্য রে সুপ্ত পরাণ!