বিষয়: রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা:
৬৯
শিরোনাম: ঐ, মা হারা হরিণ-শিশু চেয়ে আছে পথপানে


       মিশ্র খাম্বাজ—কাওয়ালী
(ঐ) মা হারা হরিণ-শিশু চেয়ে আছে পথপানে,
অশ্রু ঝরিছে শুধু, কাতর দু'নয়ানে।
(ঐ) হংস-সারস-কুল, মলিন মুখে,
বুঝাইতে নারে কি যে বেদনা বুকে,
কি সোহাগে খেতে দিত, অন্ন নয়, সে অমৃত,
সে মা কোথা চ’লে গেছে, বড় ব্যথা দিয়ে প্রাণে।

(ঐ) শুক, শ্যামা এ ক'দিন 'মা' 'মা' ব'লে,
প'ড়েছে উমার বুকে, সোহাগে গ'লে;
চ'লে গেছে নয়ন-তারা, আহার ছেড়েছে তারা,

(যেন) জিজ্ঞাসে নীরব ভাষে, 'মা' গিয়েছে কোন্ খানে?
নয়নের মণি, সে যে সকলের প্রাণ,
চ'লে গেছে, প'ড়ে আছে নীরব শ্মশান;
কেমন পাইব আর, মা আমার, মা আমার!
কান্ত বলে, প্রাণ দে মা, পুনঃদরশন-মানে।