বিষয়: রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা:
৭০
শিরোনাম: ঐ রবি ডুবু ডুবু


      বেহাগ
ঝাঁপতাল
ঐ রবি ডুবু ডুবু, গেল যে দিন ফুরায়ে;
এখনো কে তোরে, মিছে নিয়ে বেড়ায় ঘুরায়ে?

        ওরে মন কুবেরের ছেলে,
        কার সনে তুই পাশা খেলে,
        হাতে পাওয়া বাপের বিষয়
                 সবই দিলি উড়ায়ে?

        কা'র কাছে শুনেছিস্ কবে,
        যে, যেমন ছিল, তেম্‌নি রবে,
        যত্নে ঘরে নিয়ে গেলে
                  পাথর-কুচি কুড়ায়ে;

       আর কেন মন মিছে ঘুরিস্,
       হিমে মরিস্, রোদে পুড়িস্,
       প্রেমের গাছের তলায় ব'স্, মন,
                  যাবে হৃদয় জুড়ায়ে!