বিষয়:
রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা: ৭১
শিরোনাম: ঐ শোন কারে ডাকে
ঐ শোন কারে ডাকে?
ওগো কে সে? ওগো কেন ডাকে?
ওগো কোথা হ'তে ডাকে? কোথা থাকে?
কোথা শুনেছি যেন সে গান!
চির-বিদায়ের সুর বাঁধা যেন
পথহারা মধুতান;
কি যেন কি সব– মনে পড়ে না তো!–
গান শুনে (এই) প্রাণে জাগে!
সে যে হাত দুটি দিল বাড়ায়ে,–
কারে টেনে নিতে হিয়া-মাঝে–
গেল আঁখির পলকে হারায়ে,
|গেল! সে যে গেল!–ধর গো, তোমরা ধর গো,
ওগো ধর তাকে!
ওগো যেও না, ফেলে যেও না,
আমি একাকিনী (বনে) ভয় পাব।
তুমি অমন করিয়া চেও না,
ফেলে যেও না, তোমারি পায়ে ধরি,
ওগো, কাঁদাতে কি (বড়ো) ভালো লাগে
আহা পেয়ে যেন তবু পাইনে,
কি যেন পেলে সব পাওয়া হয়,–
আর যেন কিছু চাইনে!
(আমি) বনে বনে ঘুরি ছুটে-ছুটে মরি,
তুমি কাছে থাক তবু ফাঁকে ফাঁকে!
ঐ শোন কারে ডাকে?