বিষয়:
রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা: ৭৩
শিরোনাম: ওগো, মা আমার আনন্দময়ী
ওগো, মা আমার আনন্দময়ী
পিতা চিদানন্দময়;
সদানন্দ থাকেন যথা,
সে যে সদানন্দলয়।
সেথা, আনন্দ, শিশির-পানে
আনন্দ রবির করে,
আনন্দ-কুসুম ফুটি’
আনন্দ-গন্ধ বিতরে।
আনন্দ-সমীর লুঠি’
আনন্দ-সুগন্ধরাশি,
বহে মন্দ, কি আনন্দ পায়
আনন্দ-পুরবাসী।
সন্তান আনন্দ-চিতে,
বিমুগ্ধ আনন্দ-গীতে,
আনন্দে অবশ হয়ে
পদ-যুগ্মে প’ড়ে রয়;
সে যে সদানন্দালয়।
আনন্দে আনন্দময়ী
শুনি যে আনন্দ-গান,
সন্তানে আনন্দ-সুধা
আনন্দে করান পান।
ধরণীর ধুলো-মাটি,
পাপ-তাপ, রোগ-শোক,
সেখানে জানে না কেহ
সে যে চিরানন্দ লোক।
লইতে আনন্দ-কোলে,
মা ডাকে, “আয় বাছা” ব’লে,
তাই, আনন্দে চ’লেছি ভাই রে,
কিসের মরণ-ভয়?
ওগো, মা আমার আনন্দময়ী
পিতা চিদানন্দময়।