বিষয়: রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা:
৭৬
শিরোনাম: ও মন, এদিন আগে কেমন যেত

 
ও মন, এ দিন আগে কেমন যেত?
এখন কেমন যায় রে?
গদির উপর গভীর নিদ্রা,
টানা পাখার হাওয়ায় রে।
আর ভোরে উঠেই নূতন টাকা,
আর তোরে কে পায় রে!
আমার সাধের ছেলে-মেয়ে
হেসে চুমো খায় রে!
আজ কেন লাগছে না ভালো?
ভাব্‌ছ এ কি দায় রে!
মনের সুখে পাখীর মতো
গাইতে যখন, হায় রে,
তখন 'হরি হরি' ব'ল্‌‌তে বটে

(কিন্তু) পোষা পাখীর প্রায় রে?
সুখের দিন ত ফুরিয়ে গেছে,
তবু মন কি চায় রে।
হাঁ রে নিলাজ, চক্ষু মুদে,
দেখ্, আপন হিয়ায় রে!
তুই করেছিস্ তারে হেলা,
সে তোর পাছে ধায় রে;
আর ভুলিস্‌নে, পায়ে ধরি,
মজাস্‌নে আমায় রে!