বিষয়: রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা:
৭৭
শিরোনাম: ও মা উমা, এ আনন্দ কোথা রাখি বল

 

            ভৈরবী-ঝাঁপতাল
ও মা উমা, এ আনন্দ কোথা রাখি বল্।
নগরে উঠেছে কি আনন্দ কোলাহল্!
সবাই বলে ‘ও রাণীমা’ নাইক উমার গুনের সীমা,
(ও যে) পায়ের ধুলো দিয়ে, হেসে, নাশে অমঙ্গল।

ও নয়, মা, সামান্য মেয়ে, (তুই) ধন্য হলি ওরে পেয়ে,
(ও) যে-ঘরে যায়, ধনে-জনে সেই ঘরই উজল!
লক্ষ লক্ষ মূর্ত্তি ধ’রে আবির্ভূতা লক্ষ ঘরে;
(ও যে) “শক্তিরুপা
ব্রহ্মময়ী", ব’ল্‌ছে ভক্তদল!

জন্ম-অন্ধ ছিল ক’জন, ‘মা’ মা’ ব’লে ক’ল্লে ভজন,
উমা হাত বুলিয়ে নয়ন দিল, দেখ্‌বি যদি চল্
"

ও মা গৌরি! এ কি কাণ্ড! পাগল কল্লি ও ব্রহ্মাণ্ড,
আমার শুধু চক্ষে ঠুলি এমনি কর্ম্ম-ফল!
না, না,
মা, দিস্‌নে নয়ন, ভাঙ্গিস্‌নে, মা, সুখের স্বপন,
তুই আদ্যাশক্তি, ভাব্‌তে আমার চক্ষে আসে জল।

স্বপ্ন যদি হয়, মা’ ‘তারা করিস্‌নে, মা স্বপ্ন-হারা
আমি কন্যাহারা হ’তে নারি, (আমার) এক মেয়ে সম্বল।

কান্ত কয়, ঐ সোণার স্বপন পেলে, কে আর চায় জাগরণ,
যদি নয়ন মুদে পাই, মা তোরে, তাকিয়ে কিবা ফল?