বিষয়: রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা:
৮১
শিরোনাম: ওরা মন্থন করি হৃদয় সিন্ধু

 
ইমন কল্যাণ-একতাল
ওরা মন্থন করি
হৃদয় সিন্ধু,
তুলিয়া নিয়েছে প্রেম-ইন্দু,
জ্ঞান-অমৃত, প্রীতি-লক্ষ্মী
সদ্‌গুণ-পারিজাত;
আরে কত ধন রয়েছে নিহিত,
চির-মন্থন ভাবি
বিহিত,
বক্ষে করিছে শত্রুমিত্র,
কঠিন দণ্ডাঘাত!
অতি মন্থনে উঠিছে গরল,
বিশ্বনাশী, তীব্র, তরল,
ত্রস্ত মথনকারি-সকল,
হেরি
গরলপাত।
ভগ্নবক্ষে; সঞ্চয় কর,
রুগ্‌নে রক্ষ, শঙ্কর! হর!
সম্বর অতি দারুণ বিষ,
ঈশ! বিশ্বনাথ!