বিষয়:
রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা: ৮২
শিরোনাম: ওরে ওয়াশীল কিছু
(ওরে) ওয়াশীল কিছু দেখিনে জীবনে,
শুধু ভূরি ভূরি বাকি রে;
সত্য সাধুতা সরলতা নাই,
যা আছে কেবল ফাঁকি রে!
তোর অগোচর পাপ নাই, মন,
যুক্তি ক’রে তা ক’রেছি দু’জন;
মনে কর্ দেখি? আমাদের মাঝে
যেন মিছে ঢাকাঢাকি রে?
কত যে মিথ্যা, কত অসঙ্গত
স্বার্থের তরে ব’লেছি নিয়ত;
(আজ) পরম পিতার দেখিয়া বিচার,
অবাক্ হইয়া থাকি রে!
রুদ্ধ ক’রেছে আগে গল-নালী,
তীব্র বেদনা দেছে তাহে ঢালি’,
করি কন্ঠরোধ, বাক্যজ পাতক
হরেছে– খোল্ না আঁখি রে!
এম্নি মনোজ, কায়জ পাতক
ক্রমে লবে হরি’ ‘পাপ-বিঘাতক,
নির্ম্মল করিয়া, ‘আয়’ ব’লে লবে
সুশীতল কোলে ডাকি’ রে!