বিষয়:
রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা: ৮৩
শিরোনাম: ওরে মন, তোর জ্যোতিষে
সৃষ্টির কৌশল
ওরে মন, তোর জ্যোতিষে হারায় দিশে
অবাক্ চেয়ে আকাশ-পানে,
ওরে ঐ কোটি বছর, রবির ভিতর
পুড়ছে কি তা মালিক জানে!
এত কাঠ কোথায় থাকে, কে দেয় তাকে,
কোথা থেকে যুগিয়ে আনে?
চিরদিন সমান জ্বলে, বিনা তেলে,
যায় না নিভে কোন্ বিধানে?
জ্বালাময় কিরণ রেখা, এম্নি চোখা,
যায় না দেখা স্থির নয়নে,
সেই আলো চাঁদে প'ড়ে, বল্ কি ক'রে,
ঠাণ্ডা হয়ে ধরায় নামে?
ঢেলে দেয় সুধার ধারা, এম্নি ধারা
কোটি তারা রয় বিমানে;
এম্নি ঠান্ডা গরম, শক্ত নরম
কত রকম কত স্থানে!
ভেবে দেখ সত্যাসত্য এদের তত্ত্ব
নাই বিজ্ঞানে, বেদ কোরাণে।
মাথা তো একটুখানি, কতই জানে
ব'লে মরি অভিযানে–
কান্ত কয়, জ্ঞানের মালিক জ্ঞান না দিলে
জ্ঞান আসে কি ভেসে বানে?