বিষয়:
রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা: ৮৬
শিরোনাম: কত বন্ধু, কত মিত্র
কত বন্ধু, কত মিত্র, হিতাকাঙ্ক্ষী শত শত
পাঠায়ে দিতেছ, হরি, মোর কুটীরে নিয়ত।
মোর দশা হেরি’, তারা
ফেলিয়াছে অশ্রুধারা;
(তারা) যত মোরে বড়ো করে, আমি তত নই নত।
(তারা) একান্ত তোমার পায়,
এ জীবন ভিক্ষা চায়,
(বলে) “প্রভু ভাল ক’রে দাও তীব্র গলক্ষেত।"
শুনিয়া আমার, হরি,
চক্ষু আসে জলে ভরি’
কত রুপে দয়া তব হেরিতেছি অবিরত।
এই অধমের প্রাণ,
কেন তারা চাহে দান?
পাতকী নারকী আর কে আছে আমার মত?
তুমি জান, অন্তর্য্যামী,
কত যে মলিন আমি,
রাখ ভাল, মার ভাল, চরণে শরণাগত।