বিষয়: রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা:
৮৮
শিরোনাম: কণকোজ্জ্বল-জলদ-চুম্বি


কনকোজ্জল-জলদ-চুম্বি

মণি-মন্দির মাঝেরে,
বীণ-মুরজে, পর-মঙ্গল
মধুর বাদ্য বাজেরে।
পেলব নব পল্লব-দলে,
পূর্ণ কুম্ভ পাবন-জলে,
কদলীতরু-তোরণতলে
কুসুম-মাল্য সাজেরে।
গ্রথিত লক্ষ কুশল-কেতু,
গঠিত ইন্দ্রচপ-সেতু;
লজ্জিত শশী, লক্ষ দীপ
সজ্জিত প্রতি সাঁঝেরে।
মাতৃ-দরশ-হরষ-গান,
আকুল শত সরস প্রাণ,
“মঙ্গলময়ি! জগৎ-জননি!
আয় মা!” বলি’ নাচেরে!
কহিছে কান্ত মধুপিয়াসী,
সার্থক গিরিনগর-বাসী;                                                                              
জয়, জয়, গিরি-মহিষী জয়!

জয়, জয়, গিরিবাজে রে।