বিষয়:
রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা: ৯১
শিরোনাম: কবে, তৃষিত এ মরু
মিশ্র। রূপকড়া
কবে তৃষিত এ মরু, ছাড়িয়া যাইব,
তোমারি রসাল নন্দনে।
কবে, তাপিত এ চিত, করিব শীতল,
তোমারি করুণা-চন্দনে॥
কবে তোমাতে হয়ে, আমাতে তুমি তারা
তোমারি নাম নিতে নয়নে ব'হে ধারা।
পরান শিহরিবে, আকুল হবে মন,
বিপুল পুলক-স্পন্দনে॥
কবে ভবের সুখ দুখ চরণে দলিয়া,
যাত্রা করিব গো, শ্রীহরি বলিয়া,
পরান কাঁদিবে না, চরণ টলিবে না,
চরণ টলিবে না, পরান গলিবে না,
কাহার আকুল ক্রন্দনে॥
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, পঞ্চম খণ্ড, ১৭ সংখ্যক গান [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)] ।
প্রাসঙ্গিক বিষয়:
সুরকার:
স্বরলিপিকার : ইন্দিরাদেবী
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ: মিশ্র
তাল: রূপকড়া
লয়: ঈষৎ দ্রুত
গ্রহস্বর: রা