বিষয়:
রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা: ৯২
শিরোনাম: কবে হবে তোমাতে আমাতে সন্ধি
কবে হবে তোমাতে আমাতে সন্ধি;
যাবে বিরহের ভোগ, হবে শুভ-যোগ,
দ্বন্দ্ব সমাসে হইব বন্দী–
তুমি মূল ধাতু, আমি হে প্রত্যয়,
তোমাযোগে আমার সার্থকতা হয়,
কবে, ‘স্যতি, স্যতঃ, স্যন্ত’র ঘুচে যাবে ভয়,
হবে বর্ত্তমানের ‘তিপ্, তস্ অন্ত’।
আমি অবলা-কবিতা, তুমি অলঙ্কার,
করিছে, অনঙ্গ, ছন্দযতিভঙ্গ,
এসে সংশোধনের করহে ফন্দি।