বিষয়: রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা:
৯৪
শিরোনাম: কার কাছে শুনেছ, মা গো


বেহাগ-আড়াঠেকা
কার কাছে শুনেছ, মা গো,
কৈলাসের দুখের কাহিনী?
সব দেবতার মাথায় মুকুট,
ও মা, তোমার জামাই যিনি।
সে যে উচ্চ হ’তে উচ্চ,,
ভৌতিক সম্পদ করি’ তুচ্ছ;
ব    -রস-পানে
বিভোর দিন- যামিনী।
যোগ না জেনে জীবরা ভোগে,
স্থির আনন্দ আছে যোগে,
তাই মহাযোগী সেজে নিজে,
আমারে সাজান যোগিনী।
নেত্রানলে ভস্ম কাম,
বামদেব বিত্তে বাম,
(তাই) ভৌতিক ভূষা দেন না মোরে,
নিজে অজিন পরেন তিনি।
ত্রিজগৎ পবিত্র করে,
এমনি সতিন ঘরে,
জটার মাঝে রাখেন ভোলা
পুণ্য-তোয়া-মন্দাকিনী!
খাবার কষ্ট কে ব’লেছে?
কোথায় অমন ফল ফ’লেছে?
কান্ত বলে, কৈলাসের বেল
দেখিস্ খেয়ে, মিষ্টি-চিনি।