বিষয়: রমেশ শীলের গান
গান সংখ্যা: ২৫

দেশর হাল চাল কিছু বুঝ নি
গরীব কারবাল্লা ময়দান ঠাওর পাইয়নি।
হাডত বাজার কইত্তাম যাই, জিনিসর দাম দেখি ও ভাই
মাথাত উডের বাই,
আঁই হারাদিনে দুই টেঁয়া পাই ছয়জনেরে কুলায় নি।
কি দি পোয়া পড়াইব গরীবর সাধ্য নাইরে কিতাব কিনিব
মূর্খের সংখ্যা বাড়ি যাইব, দেশর ভালা হইব নি।
মাইনষে আটার রুটি খায়, বৌয়র কায়রত হত্তর গিরা
টেয়া কডে পার, হাটতে বসতে গা দেখা যার
মদ্দর ইজ্জত থাকের নি।
যদি কায়র কিনতাম যাই, ষোলো টেয়া শাড়ির জোড়া
কায়রত যাইব মাসর কামাই ভাত ন খাই ভাই পারি নি।
দেশত সমবায় হইয়ে, গরীব গুন্যা বাঁচিবার লাই পথ করি দিয়ে
সমবায়ে যোগ ন দিলে গরীব আর বাঁচিবা নি ॥