বিষয়: রমেশ শীলের গান
গান সংখ্যা: ৫

একি চমৎকার, দেশে এল ফাক তালের কারবার,
গরীব মারা কল বসেছে, হুশিয়ার ভাই হুঁশিয়ার ।।
গরীবের খোশামোদ করে যখন আসে ভোটের কাল,
ভোট ফুরালে মেম্বার হলে তখন তাদের চক্ষু লাল।
গরীবের যে ভাঙ্গা কপাল গরীব তো বুঝে না আর।।
আমরা সকল গরীবের দল, নিজের দোষে কষ্ট পাই,
যারে তারে ভোট দিয়েছি চা'র পানি আর বিড়ি খাই।
মানুষ চিনি ভোট দিতাম ভাই হইত না এই অত্যাচার।।
ভোট দিয়া মেম্বার করছি সুখ সুবিধার কারণে
ছিঁড়া গিরা দিয়া পরে মোদের মা বোনে।
ফাইন শাড়ী মেম্বারে নেয়, ভোট দিয়া এই পুরস্কার
আইন সভায় গরীব পাঠাও, ধনীর আশা কর না
মনে রেখ সর্বজনে ভাত কাপড়ের যন্ত্রণা
এক বৃষ্টিতে বর্ষা যায় না, সামনে ভোট হবে আবার ।।


তথ্যসূত্রঃ
  • গণসংগীত সংগ্রহ, সুব্রত রুদ্র সম্পাদিত, দ্বিতীয় মুদ্রণ ভাদ্র ১৪০৪, নাথ ব্রাদার্স, ৯ শ্যামাচরণ দে স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ৩