বিষয়: রমেশ শীলের গান
গান সংখ্যা: ১১

হুন্যনিরে গণ্যার বাপ ভোট দিবার লাই কই (বেলে) পাঠাইছে
ভোট হবে ভোট দিতে যাইও, একথা কই ঢোল পিটাইছে।।
আমার ভোটে মেম্বার হইয়া, আমার রক্ত চুষি খায়,
হক ইনচাপে কও ত দাদা তারে নি ভোট দেওয়া যায়।।
ভোট দিয়েছি বারে বারে আমার কি উপকার করে।
আর একবার ভোট দিতাম তারে, মোরে নি পাগলে পাইছে।
ভোটের সময় হলে, ভাইরে, গরীবের গায় হাত বুলায়
তারপর গরীব মরে বাঁচে মিঞায় নি আর ফিরে চায়।
গাড়ি করি যেতে ভাই সালাম আলকি দিয়া চাই
মিঞার মুখে হাসিত নাই, বোধ করি কি অসুখ আছে।।
আইন সভার মেম্বার হল, শোন আর এক খোশ খবর।
তিন বৎসর পর উঠ্যা গেছে, পাক্কা এক দোতালা ঘর।|
দরেয়াব কর রে ভাই এত টাকা কোথায় পায়
বিজলী বাতি পর্দা টেবিল রেডিও মোটর এনেছে।
এবার শুনি কমিউনিস্ট মেম্বার. হতে এল ভাই,
ভেবে চাইবা তারা বিনে গরীবের আর বন্ধু নাই।
জেল ফাঁসির নাইরে ভয় তারাই তো হক কথা কয়
তারা যদি মেম্বার হয় গরীব গুন্যার পরাণ বাঁচে ॥