বিষয়: রমেশ শীলের গান
গান সংখ্যা: ২৬

হুশিয়ার খুব হুশিয়ার, হুশিয়ার খুব হুশিয়ার, হুশিয়ার।
বিভেদকারী কাছে আসি বন্ধুর ভাব দেখার।।
শ্রমিকে শ্রমিকে দ্বন্দ লাগাতে চায় আনিবার।।
আছে যত শ্রমিক ভাই,
শ্রমিকের দরদী শ্রমিক আর কেহ নাই
বিভেদ মন্ত্র কানে ঢুকাই, উষ্কানি দেয় বারংবার।।
যদি বাঙালী শ্রমিক পায়,
অবাঙালী শ্রমিকেরে দুশমন বলি গায়,
আবার অবাঙালী শ্রমিক পাইলে, বাঙালীরে কয় দুশমন তার
দেশবাসী হিন্দু মুসলমান,
এই দুশমন হইতে সবে থেক সাবধান,
তারা সুযোগ পাইলে তলে তলে বসাইব দাঙ্গার বাজার।।
শ্রমিক গোষ্ঠী শ্রমিকের ভাই,
বাঙালী আর অবাঙালী কোন প্রশ্ন নাই,
প্রাণ দিয়ে সংগঠন বাড়াই, চল ঝাণ্ডা উড়াই একতার ॥