বিষয়: রমেশ শীলের গান
গান সংখ্যা: ২২

মাঝি চল রে উজান বাইয়া
বেগে ছুট পিছু না হট সামনের দিকে চাইয়া।। ২
মেঘ কেটেছে আধার ঘুচেছে, জোরে ধর হাল,
উষার আলোক ঝলক দিয়েছে সূর্য উঠেছে লাল।। ২
ঐ দেখা যায় আশার আলো, আগে চলো আগে চলো,
জীর্ণ আবর্জনাগুলো ফুৎকারে দাও উড়াইয়া।| ২
ভাটার গাঙে জোয়ার এল, জল ঝরে কল কল,
সাহস ভরে কোমর বেঁধে আগের বাঁকে চল।
চলছে নৌকা ঢেউয়ের তালে ঢোলক বাজাও তালে তালে
সারি গাও সবাই মিলে করতালি দিয়া।। ২
দাঁড়ী মাঝি আরোহী সবাই এক প্রাণ,
সুখের দেশে চলছি মোরা নদীতে উজান
হাঙ্গর কুমীর পাছে ঘুরে নররক্তের লালা ঝরে,
ভয় করো না চালাও জোরে, বাদাম দাও উড়াইয়া ॥