মরি হায় বাংলাদেশে বসতি বাংলা আমার প্রাণ
বাংলার মাটি বাংলার জল বাংলার উপাদান
কিরে হৈ হৈয়া
বাংলার আশা বাংলার ভাষা গাহিব বাংলার গান।।
বাংলার মাঠে নদীর তটে ফলছে সোনার ধান।
দুলছে শ্যামল ঝলমল ঝলমল হেরে জুড়ায় প্রাণ।।
প্রকৃতির লীলা নিকেতন সোনার বাংলা খান
তাতে মন মাতানো প্রাণ জুড়ানো দোয়েল শ্যামার গান।।
কিরে হৈ হৈয়া-
ঢেউয়ের তালে হেলে দুলে চলছে নৌকাখান
চলছে বহর বদর বদর মাঝি মাল্লার গান।।
বাংলা আমার মাতৃভাষা শুনে জুড়ায় প্রাণ
ওমা বাংলাভূমি চরণ চুমি কোলে দিও স্থান।।
কিরে হৈ হৈয়া ॥