বিষয়: রমেশ শীলের গান
গান সংখ্যা: ৩

ওঠ জাগো কৃষক ভাই থেকো না ঘুমে
বীর সন্তান যত আছ তোমরা ভারত ভূমে।।
পরাধীনা পরাশ্রিতা জননী আমার।
তোল রক্ত পতাকা সকলে করিয়া হুঙ্কার।
শৃঙ্খল টুকরো টুকরো করো সিংহ বিক্রমে।।
দেশে, কৃষক মজুর আজি সকলে মিলো।
ছাই-চাপা আগুন আবার জ্বালো জ্বালো,
ধ্বংস কর যত শোষণ জুলুমে।।
কারাবরণ করেছ কত কত অনশন
ভাঙ্গব, চল্লিশ কোটির পদাঘাতে বিদেশীর শাসন,
ভ্রাতৃ প্রেমেতে মিলে হিন্দু মুসলিমে ।।


তথ্যসূত্রঃ
  • গণসংগীত সংগ্রহ, সুব্রত রুদ্র সম্পাদিত, দ্বিতীয় মুদ্রণ ভাদ্র ১৪০৪, নাথ ব্রাদার্স, ৯ শ্যামাচরণ দে স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ২