বিষয়: রমেশ শীলের গান
গান সংখ্যা: ১৭

উঠেছে শান্তির নিশান, ছুটে আয় মজদুর কিষাণ
বাজে মিলনের বিষাণ চিন্তা কিরে আর।
ঐ ছুটেছে দলে দলে শান্তির পতাকা তলে
দুর্নীতি আর শোষণেরে করিতে সংহার।
নির্যাতিত নিপীড়িত দেশের যত জনগণ
শান্তি সলিলে সবে করিবে অবগাহন।
মানবধ্বংসী দানবগণ লোভে ক্ষিপ্ত অনুমান
মরণ কামড় দিতে বুঝি উদ্যত এবার।
অনশন অর্ধাশন সহিয়াছ বহুদিন,
সুদিন এসেছে ভাই আর কেন মুখ মলিন।
দুঃখ নিশি অবসান, গাও সবে শান্তির গান,
নবারুণ উদ্ভাসিত হতেছে আবার।
এ বিশ্ব মানব যত সবাই যেন ভাই,
দিকে দিকে আওয়াজ উঠে শান্তি চাই শান্তি চাই।
এতে নাই ভুলভ্রান্তি আসিবে বিশ্বশান্তি
বিশ্বমানব হবে এক মহান পরিবার ॥