আবার আমি আমার থেকে
আমাকে বাদ দিয়ে,
অনেক কিছু জীবনে যোগ দিলাম।
ছোটো যত আপন ছিল
বাহির করে দিয়ে,
ভুবনটারে আপন করে নিলাম ॥সবার হরষে হাসি বেদনে কাঁদি,
বাঁধন প্রিয়ারে মুক্তির জালে বাঁধি।
সবই হারায়ে আবার,
সবই কিছু যে পেলাম ॥যখন যেখানে তখন সেখানে থাকি,
সুনীল আকাশে নিজের মাথারে ঢাকি।
ঘরে ঘরে জননী,
ভাই ভগিনী পেলাম ॥