বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ২৭৩

আবার আমি আমার থেকে
আমাকে বাদ দিয়ে,
অনেক কিছু জীবনে যোগ দিলাম।
ছোটো যত আপন ছিল
বাহির করে দিয়ে,
ভুবনটারে আপন করে নিলাম ॥

সবার হরষে হাসি বেদনে কাঁদি,
বাঁধন প্রিয়ারে মুক্তির জালে বাঁধি।
সবই হারায়ে আবার,
সবই কিছু যে পেলাম ॥

যখন যেখানে তখন সেখানে থাকি,
সুনীল আকাশে নিজের মাথারে ঢাকি।
ঘরে ঘরে জননী,
ভাই ভগিনী পেলাম ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ২৫৯