আঁধারে লেখে গান হাজারো জোনাকি
অচেনা পথঘাট, সমুখে ধু-ধু মাঠ,
দেখো তো চেয়ে তুমি আমারে চেনো কি? ॥আজিকে মাথে মোর কনক চূড়া নাই,
শিথিল কেশবাস ভূষণ বেশ নাই
হদয়ে আছে শুধু তোমারি স্মৃতি মধু ॥জানি না কতদূরে চলেছি কী যে আশে,
কে যেন গেছে ভুলে কে বুঝি ভালোবাসে,
কি যায় কিবা আসে
ঝরা এ ফুলে হায়! ॥চলিতে হবে শুধু আজিকে চলি তাই,
ভুলিতে চাহি না যা ভুলিয়া ভুলে যাই
ছিন্ন মনোবীণা
কণ্ঠ সুর হীনা॥
দেখ তো চেয়ে... ॥