আগে চলো, আগে চলো, আগে চলো, চলো চলো
দুন্দভি বাজে চলো চূর্ণ করি জীর্ণ কারাগার।
আঘাত হানো শেষ আঘাত---মিলিত কণ্ঠে বজ্রাঘাত
ধনিকরাজ নিপাত যাক নিপাত।
স্বাধীনতা শপথ তোমার শান্তি প্রগতি কসম
রামেশ্বর শপথ তোমার কদম রশুল কসম
শত শহিদের খুনের আজিও শুধিনি আমরা ধার
চলো চূর্ণ করি জীর্ণ কারাগার ॥প্রতিরোধই শপথ তোমার প্রতিশোধই কসম
একতাই যে পথ তোমার দুশমনে খতম
আজিকে ভুলেছি দ্বন্দ্ব---তোলো ঐক্যের হাতিয়ার
চলো চূর্ণ করি জীর্ণ কারাগার।
ভুলো না শপথ তোমার ভুলো না ধর্মতলা
ভুলো না মিছিলে রাজপথে পথে পতাকা মেলা।
ভুলো না তোমার গর্জন সম্রাজ্যশাহী হুশিয়ার!
চলো চূর্ণ করি জীর্ণ কারাগার ॥