চলচ্চিত্রের গান
আহা কী রূপ !
মরি চঞ্চল চিত্তে উদ্বেল
ঢেউ তুলে যৌবন নায়।
কে যায়?সঞ্চারিনী লতা পল্লবিনী
আহা দুইটি মুকুল তার
সুরভি ছড়ায়।
কে যায়?আকাশে যায় চমকি
বন হরিণী দাঁড়ায় দেখে থমকি !
তার রূপের শিখা যেন ক্ষণ প্রভা ॥চরণে নূপুর বাজে
রুণ ঝুন ঝুন
ভ্রমরা গুনগুন
তার গান ভুলে যায়।
কে যায়?মানে না বাধা বাঁধনে
যেন তটিনী দুকূল ভাসে প্লাবনে !ওসে উতলা উছল প্রাণ রসধারায় ॥
ছল ছল ছল শত কঠিন উপল
তার নৃত্য প্রবাহে পথ ছেড়ে সরে যায়।
কে যায়?
চরণে নূপুর... ॥জানি না কোন্ কারণে
মন মানে না বাধা আজ বারণে।
হয়ে যেতে উধাও চায় মনের ময়ূর ॥চরণে নূপুর বাজে
রুণ ঝুন ঝুন
ভ্রমরা গুন গুন
তার গান ভুলে যায়।
কে যায়? ॥