বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ২৫৯

আহা ঐ আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে
বনহরিণী করুণ তার তান তুলেছে,
এমন দিনে তুমি মোর কাছে নাই, হায় !
স্মৃতিরা যেন জোনাকির ঝিকিমিকি ঝিকিমিকি ॥

জীবন বৃন্তের থেকে ঝরে
কতনা স্বপ্ন গেছে মরে,
তবুও পথ চলা কবে যে শেষ হবে, জানি না ॥

আপন নীড়ে ফিরে গেছে পাখি
নীড় হারায়ে আমি পথে থাকি।
ভাবি এখন মোরে আকাশে চেয়ে চেয়ে, ভাবো কি? ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ২৪৮