বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৩১২

আজ মনে পড়ে শান্ত দুপুরে সেই কথা
তার ছিল যে নাম মধুমিতা,
তার দুই চোখে নীলাকাশের অঞ্জন মাখানো
দুই ঠোঁটে হাসির চটুলতা।
সেই মেয়ে...
অজানা সেই মেয়ে...

চিরদিন সে ভাসে এই মনেরি আকাশে রামধনু,
একেলা কোকিলা যেন, ডাক সে যে দেয় ঘন ঘন
কুহু কুহু কুহু কুহু !

সেই মেয়ে...
হারানো সেই মেয়ে...

আজ কত না দিন কত যে রাত পার হল
তার কথা তো ভুলতে পারিনি,
জানি কোনোদিন সে বলবে না যে দ্বার খোলো
তাই তো দ্বার বন্ধ রাখিনি।
সেই মেয়ে...
অচেনা সেই মেয়ে
অজানা সেই মেয়ে
হারানো সেই মেয়ে ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ২৮৮-২৮৯