বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ১৩৪

আজ শরতে আলোর বাঁশি বাজল
ওরে মন কেমন করে,
বাহিরে আয় ছুটে আয়
রহে না ঘরে, ওরে ॥

আজ পথে পথে কে দিয়েছে
শিউলি ফুলের আলপনা?
মেঘ বলাকার পাখায় পাখায়
কোন্‌ সে কবির কল্পনা?
ও মালতী আজকে ওঠরে ফুটি
সুবাসের জাগা প্লাবন সবাকার তরে, ওরে ॥

আজ মেঘে মেঘে রোদের আলো
বোলায় সোনার অঙ্গুলি,
আঁধার গেছে টুটে আবার
আসে সোনার দিনগুলি।
মন ভরেনে, এ গানের সুর সেধেনে,
বয়ে যায় পরম লগন ভোল আপন-পরে, ওরে ॥