আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে
ধুসর ধূলির পথ, ভেঙে পড়ে আছে রথ
বহুদূর দূর যেতে হবে ॥সবুজ সবুজে মেশা নীল নীলিমায় পাবে না আমায়
গোধুলির ছায়া পথে খুঁজো না আমায়,
শরতের কোনো এক নাম না জানা গাঁয়ে
শিউলির ফুল যেথা ঝরে ঝরে যায়।
কিশোরী মনের মতো দু'টি চোখে অবনত
না গাওয়া সে গান হয়ে রবে ॥তখন অন্য মন, অন্য আশা, অন্য ভাষা
জানিনা কী রূপ নেবে ভালোবাসা,
তুমি যদি মনে মনে মগ্ন হয়ে
ফুলের শিশু হয়ে রও ঘুমিয়ে,
আমি সূর্যের হয়ে তোমাকেই যাব ছুঁয়ে
সে কথাটি ফুল হয়ে যাবে।