আজি শরতের আকাশে
মেঘে মেঘে স্বপ্ন ভাসে
বলো মোর কাছে কি চাও?
মন নিয়ে যাও ॥হৃদয়ের দোলায় দোলায়
কে আপন কে পর ভোলায়,
পাখিরা ভুলে কুলায় উড়ে যায়।ফুলে ফুলে রঙ খেলে যায়,
মৌমাছি মৌ ভুলে যায়,
বলো মোর কাছে কি চাও?
মন নিয়ে যাও॥দূরে দূরে ঐ শোনা যায়
ঢোলের মাতন ঢাকের বুলি,
মনে হয় আর কিছু নয়
তালে তালেই নেচে চলি॥তরুদের শাখায় শাখায়
পাখিদের পাখায় পাখায়,
কে এমন জাদু মাখায়, মরি হায়।প্রজাপতি পাখনা মেলে
ঘাসে ঘাসে মুক্ত ফলে
বলো মোর কাছে কি চাও?
মন নিয়ে যাও ॥