আলোর দেশ থেকে আঁধার পার হতে
কে যেন ডাকে আমায়
সে গানে প্রাণের কুসুম কলি তাই
ফুটেছে নব মায়ায় ॥এখানেই আছে কোথায় সে সোনার দেশ
আভাসে সবার মাঝে পাই যেন তারই রেশ
সুর্যের শরাঘাতে এ কুয়াশা ছিঁড়ে দাও
পাঁজর জ্বালিয়ে নিয়ে হাতে করে তুলে নাও।
সে পথ এখানে, সে পথ এখানে, সে পথ এখানে আছে
সে সোনার দেশ
আভাসে সবার মাঝে পাই যেন তারই রেশ ॥আমাদের ফিরে পেতে হবে
হারানো সে ধন
গড়ে তুলতেই হবে সোনালি জীবন
সোনালি জীবন।
আমাদের হাসি ও গান আজই যদি
যদি মিছে হয়, এ সাধনা সেদিনের
তাই আজই বরাভয়।
বেসুরের দাবানলে অসুরের জানি হবে শেষ
সে সোনার দেশ
আভাসে সবার মাঝে পাই যেন তারই রেশ ॥