বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ২২৫

আমার জীবন তরণি ঢেউয়ে
টলমল টলমল করে সংশয় সাগরে।
কত নদী খালা খন্দে
বাইলাম তরী সকাল সন্ধে
(আমি) ভালোয় মন্দে বাঁচার দ্বন্দ্বে
হইলাম হা-ঘরে।

সুখে দুখে মনমরালী মোর
সাঁতার দিত ডুব জলে,
কি জানি কোথা হইতে লোভের
বাজপাখি এল চলে
আমি ভাসলাম নয়ন জলে ॥

জীবনযুদ্ধের সৈনিক হইলাম
ঢাল তলোয়ার কোথায় খুইলাম?
যেন ত্রিশঙ্কু হইয়া রইলাম
না বাহিরে না ঘরে ॥