আমার জীবন তরণি ঢেউয়ে
টলমল টলমল করে সংশয় সাগরে।
কত নদী খালা খন্দে
বাইলাম তরী সকাল সন্ধে
(আমি) ভালোয় মন্দে বাঁচার দ্বন্দ্বে
হইলাম হা-ঘরে।সুখে দুখে মনমরালী মোর
সাঁতার দিত ডুব জলে,
কি জানি কোথা হইতে লোভের
বাজপাখি এল চলে
আমি ভাসলাম নয়ন জলে ॥জীবনযুদ্ধের সৈনিক হইলাম
ঢাল তলোয়ার কোথায় খুইলাম?
যেন ত্রিশঙ্কু হইয়া রইলাম
না বাহিরে না ঘরে ॥