আমার কিছু মনের আশা,
আর কিছু ভালোবাসা,
তাই দিয়ে বেঁধেছি আমার
বড়ো সাধের বাসা,
তোরা দেখে যারে ॥ঘরে আমার নাই চামেলি
বাতায়নের ধারে,
"আছে"র চেয়েও "নাই" বেশি
ভাঙা ছাদে তবু তো চাঁদ উঁকি মারে।
(আমি) অনেক ছেঁড়া তালি দিয়ে
যা ঢেকেছি, দেখেও যেন দেখিস না রে ॥আমার হয়তো আশা ভালোবাসা
ছিল অনেক বাকি,
অনেক কিছুই মেলেনি তার, যা মিলেছে
তবু তো সে নয়কো ফাঁকি।
যতই হোক না ছোটো আমার পাওয়া,
যা পেয়েছি দেখে তোরা হাসিস না রে ॥