বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ২৭৬

আমার কিছু মনের আশা,
আর কিছু ভালোবাসা,
তাই দিয়ে বেঁধেছি আমার
বড়ো সাধের বাসা,
তোরা দেখে যারে ॥

ঘরে আমার নাই চামেলি
বাতায়নের ধারে,
"আছে"র চেয়েও "নাই" বেশি
ভাঙা ছাদে তবু তো চাঁদ উঁকি মারে।
(আমি) অনেক ছেঁড়া তালি দিয়ে
যা ঢেকেছি, দেখেও যেন দেখিস না রে ॥

আমার হয়তো আশা ভালোবাসা
ছিল অনেক বাকি,
অনেক কিছুই মেলেনি তার, যা মিলেছে
তবু তো সে নয়কো ফাঁকি।
যতই হোক না ছোটো আমার পাওয়া,
যা পেয়েছি দেখে তোরা হাসিস না রে ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ২৬১