বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ১৫

আমার প্রতিবাদের ভাষা
আমার প্রতিরোধের আগুন
দ্বিগুণ জ্বলে যেন দ্বিগুণ দারুণ প্রতিশোধে
করে চূর্ণ, ছিন্ন ভিন্ন শত ষড়যন্ত্রের জাল যেন
আনে মুক্তির আলো আনে, আনে লক্ষ শত প্রাণে
শত লক্ষ কোটি প্রাণে ॥

আমার প্রতি নিঃশ্বাসের বিষে, বিশ্বের বঞ্চনার ভাষা
দারুণ বিস্ফোরণ যেন ধ্বংসের গর্জনে হানে
যত বিপ্লব বিদ্রোহের আমি সাথি
আমি মাতি যুদ্ধের হেথায় সেথায়
মানুষের মুক্তির বিপন্নতায়
আমারই রক্ত ঝরে দেশে দেশে বন্দরে,
শত মরু কন্দরে গৌরী শিখায়
মিলনের তীর্থের সন্ধানে ॥

আনে মুক্তির আলো...॥