বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ১৯৮

আমি চাইনি তো কিছু
চাইতে না এলে কেন?
যেন বারিধারা হৃদি মরুভূমে,
তুমি ঝর ঝর ঝরে শান্তি দিলে কেন?
চাইনি তো ॥

অকূল খর-ধারা নদী
বয়ে বয়ে যায় চলে নিরবধি,
যদি আঁধার দুর্বার
একাকী কূলে থাকি,
তরী বেয়ে আসো, পাল তুলে কেন?
চাইনি তো ॥

জনম জনমের সাথি
যুগে যুগে ছিলে বুঝি দিবারাতি,
কত মরণ মরবার
পরেও বারে বার
ফিরে ফিরে আসো, যাও না ভুলে কেন?
চাইনি তো ॥