বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ২৫৬
এই গানটির দুইটি পাঠভেদ রয়েছে

(১)
আমি চলতে চলতে থেমে গেছি,
আমি বলতে বলতে ভুলে গেছি,
যে কথা তোমাকে বলব।
আমি সপ্তসিন্ধু পার হয়ে
গোষ্পদে বাধা পড়ে গেছি,
এ ব্যথা কাহারে বলব? ॥

জানি না, জানি না
কতদিন কখন এমন লগন সে আসবে,
দু'চোখ ভরে শুধু কাঁদব
আর বুনে যাব মুক্তো সোনা ॥

আমি পান্থ পান্থ সুদূরেরই,
আমি ক্লান্ত ক্লান্ত হয়ে গেছি,
বলোনা কী করে চলব? ॥

এসো না, এসো না
এ শ্যামল সজল কাজল উজল এ সন্ধ্যায়,
কিছুক্ষণ বসে বসে যাক না
আর ভুলে যাই যত ভাবনা ॥

আমি রিক্ত রিক্ত হয়ে গেছি,
আমি মুক্ত হতে যে চেয়েছি,
এ বাঁধন কী করে খুলব? ॥

(২)
আমি চলতে চলতে থেমে গেছি,
আমি বলতে বলতে ভুলে গেছি,
যে কথা তোমাকে বলব।
আমি সপ্তসিন্ধু পার হয়ে
গোস্পদে বাধা পড়ে গেছি,
এ ব্যথা কাহারে বলব? ॥

জানি না, জানি না
কতদিন কখন এমন লগন সে আসবে,
দু'চোখ ভরে শুধু কাঁদব
আর বুনে যাব মুক্তো সোনা ॥

আমি পান্থ পান্থ সুদূরেরই,
আমি ক্লান্ত ক্লান্ত হয়ে গেছি,
বলোনা কী করে চলব? ॥

কেন যে, কেন যে
এ নয়ন স্বপন মগন হয়ে যে থাকে?
দেখেও কিছু যে দ্যাখে না
আর বুঝেও কিছু সে বোঝে না ॥

হেথা অন্তহীন মরু ধু-ধু,
আমি ছোট্ট ছোট্ট নদী শুধু
এ কথা কী করে ভুলব? ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ২৪৫-২৪৬