বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৭৪

আমি ঝড়ের কাছে রেখে গেলাম
আমার ঠিকানা,
আমি কাঁদলাম বহু হাসলাম,
এই জীবন জোয়ারে ভাসলাম,
আমি বন্যার কাছে ঘূর্ণির কাছে
রাখলাম নিশানা ॥

কখন জানিনা সে,
তুমি আমার জীবনে এসে
যেন সঘন শ্রাবণে প্লাবনে দুকুলে ভেসে
শুধু হেসে, ভালোবেসে,
যত যতনে সাজানো স্বপ্ন
হল সকলি নিমেষে ভগ্ন,
আমি দুর্বার স্রোতে ভাসলাম
করি অজানায় নিশানা ॥

ওগো ঝরাপাতা,
যদি আবার কখনো ডাকো
সেই শ্যামল হারানো স্বপন মনেতে রাখো
যদি ডাকো, যদি ডাকো।

আমি আবার কাঁদব হাসব
এই জীবন জোয়ারে ভাসব
আমি বজ্রের কাছে মৃত্যুর মাঝে
রেখে যাব নিশানা ॥