আমি কী বলি বলোনা সজনী
কী দোষে হারাইলাম আমার ঘরবাড়ি?
পথে পথে ঘুইরা মরি
তাও জানিনা ॥কিছু তো চাহিনি
আমার ভাঙগা কুঁড়ে ঘরে
দুটি সোনার মত চাঁদ
রইত যে বুক ভরে।
কারো কোনো ক্ষতি
করেনি আমার পতি
তার সকাল বিকাল সাঁঝ
যাইত লাঙল ধরে।
আজ কেন তাদের খুনে
হইল যে লাল “খুলনা”?
কী দোষে?
আমি কী দোষে... ॥কেউবা ঘরে এলে
সাঁঝবেলা সকালে
খুদকুঁড়া যা হয়
দিতাম তুলে থালে।
হয়েছি ভিখারি
আজ লঙ্গরখানায় ঘুরি
ও হায়রে ভগবান এই ছিল কপালে! ॥আজ কেন মরণ তুমি
এই পোড়া প্রাণ নিলে না
কী দোষে?
আমি কী দোষে... ॥