বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৩৬৪
চলচ্চিত্রের গান

আমি রাজনীতি ফিতির ধার ধারি না !
আমি ছাঁ না পোষা এক কেরানি
ছাঁ-দের পুষতে আর পারি না।

আমার দশটি সন্ততি
স্ত্রী হচ্ছেন সাক্ষাৎ সতী,
আমি ফ্যামিলি-প্ল্যানিং করব ভাবি
কিন্তু ফ্যামিলির-প্ল্যানিং করতে পারি না ॥

(আমার) বড়টি মিল-এ কাজ করে
রোজ ধর্মঘট করে,
অর্থাৎ বাড়িতে বসে বসে খায়
মানে, প্রায়ই-খায় না
কেননা, তাকে খাওয়াতে পারি না ॥

ছোটোটি টেস্টো পরীক্ষা দিয়েছে
সব বিষয়ে ফাস্টো হয়েছে,
আবার তার নামটি কেটে দিয়েছে
কেননা, মাইনে তার যোগাতে পারি না ॥

বিয়ের যুগ্যি দুটি মেয়ে
কিন্তু রোগা শুটকি, না খেয়ে-খেয়ে,
পণ দিতে পারলেও হয়ে যেত বিয়ে
কিন্তু কোথায় পাব---তাই বিয়ে দিতে পারি না ॥

বলবেন আমি চাল কোথা পাই
ট্যাকে কিন্তু আমার একটি আধলাও নাই,
যে-কটি মুদ্রা তনখা মাসে পাই
কিছুতেই শালা কুলাতে পারি না ॥

জিজ্ঞেস করি কেন এমন হচ্ছে?
সবাই বলে রাজনীতি কচ্ছে
আরে মশাই আমার মোটেই নেই ইচ্ছে
কিন্ত কী যে করব তাই বুঝতে পারি না ॥

সবাই বলছে দায়ী সরকার
কিন্তু তাকে চিনতে পারা দরকার,
মন মনে ভাবি ধরে আচ্ছা করে প্যাঁদাই
কিন্তু কিছুতেই তাকে চিনতে পারি না ॥

আসল কথা বলতে মানা
শুয়োরের বাচ্চাদের ডানা
রোজ গজাচ্ছে আমি নিজের চোখে দেখেছি
কিন্তু উড়ে যায় তাই ধরতে পারি না।


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ৩৩৮-৩৩৯