বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ১৪

আমি সবার আগে মানুষ তার পরেতে,
তার পরেতে হিন্দু খ্রিস্টান কিংবা মুসলমান
জানি সবার উপরে প্রেম ভালোবাসা,
ভালোবাসার পরে পূজা প্রার্থনা
কিংবা আজান ॥

যদি ধর্ম কর্ম মানুষে-মানুষে বিভেদ আনে
ধর্ম মানে অন্য প্রাণে শুধু আঘাত হানে
তাইলে---তাইলে মনুষ্য সমাজে ধর্মের
নেইতো কোনো স্থান ॥

বলো আকাশ বাতাস তৃণ তরুর কিসের ধর্ম আছে?
জীব জন্তু পশু পক্ষী জীবন ধর্মে বাঁচে
কেন?---কেন সবই ধর্ম বলে ধরায়
সব জীব সমান ॥

লক্ষ লক্ষ কোটি বছর ধরে
মানুষ বেঁচেছিল
জীবন সংগ্রামই ধর্ম এইতো জেনেছিল
এখন?---এখন ধর্মের মুখোশ পরে
দেশে ঘোরে যে শয়তান ॥