বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৩৫৬
চলচ্চিত্রের গান

আমি তো কুমির ধরে আনিনি
ঘরে কেটে খাল
অপরাধ এই, মাঝে মধ্যে
একটু আধটু খাই মাল !
তাই এত গালাগাল?
বেশ আমি চললুম !

ওরে আমার তো মতামত কেউ নেয়নি
জন্ম দেবার আগে এই দুনিয়ায়
কে বাপ? কে মা?
কেবা ভাই-বোন?
আগে থেকেই "ফিক্স” করা
ভারি অন্যায় !
যদি আমার হাতে থাকত,
বিড়লা আমার বাবা হত,
সুচিত্রা সেন দিদি,
এবং টাটা জ্যাঠা হত !
কিন্তু এখন তো হাতে নেই
আর কোনো উপায় !

তাই বড়ো দুঃখে, অনেক বেদনায়
ছেড়ে দিয়ে হাল
এই জীবন তরী দিতে সামাল
একটু আধটু খাই মাল !
তাই এত গালাগাল?
বেশ, আমি চললুম !

ভগবান দুনিয়ায় ঢেলে দিয়েছেন
সোনা দানা, ফলমূল, মুর্গি, ছাগল।
কিছু লোক হাতিয়ে তা
নিয়ে রেখেছেন,
আইন বানিয়ে তাতে
দিয়েছে আগল।
তারা বলছে খেটে খাও,
আর মুনাফা বাড়াও,
মুনাফার ভাগ নাও।

ওরে আমি কী বুঝিনা
আমি এতই পাগল !
তাই বড়ো দুঃখে... ॥

ওরে লাগলে ট্যাকা
দ্যান যে গৌরী স্যান্‌
চিন্তামণি যিনি জোগান চিনি।
হায়রে ভাগ্য তারা
কোথায় গেলেন?
এত লোক চিনি
শালার কেউ দেয় না চিনি !
চাইলে বলেন চাইছে ধার !
কেউ দিতে চাইছে মার !
ভীষণ জঘন্য ব্যাপার !
আরে টাকা ছাড়া
বোতলটা কী করে কিনি?
তাই বড়ো দুঃখে... ॥

ওরে অনেক দুঃখে তাই
কার্লমার্কস বলেছেন,
না না গান্ধীজী বলেছেন,
না না না রবীন্দ্রনাথ বলেছেন।
কে বলেছেন ঠিক মনে পড়ছে না
এবং ভুলে গেছি কী বলেছেন--- !
হ্যাঁ মনে পড়েছে !
কা তব কান্তা,
ওরে কস্তে পুত্র,
ওরে কে তোর কলত্র,
সবই মায়া দুনিয়ায়,
যিনি ফেঁসেছেন
তিনি মরেছেন !
তাই বড়ো দুঃখে... ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ৩২৭-৩২৮