বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৫৪

আমরা গান গাই কেননা গান গাই
যেহেতু গান গাই কাজেই গান গাই
যুক্তি তর্কের সকল সীমাই পেরিয়ে এলেম
এই দেশে ভাই এই দেশে ॥
(আ হা হা, তাই)

কেউ বা তাথৈ নাচে, কেউ বা কী চায়
জানে না তাও, দুহাত তুলে যাচে
অকারণের আনন্দে কেউ
বিভোর হয়ে আছে ॥

শিল্পী মোদের পিতা
কল্পলোকের সিঁড়ি মোরাই
বস্তুলোকের চিতা
কে কী কেন কবে কোথায়
প্রশ্ন মোদের বালাই ॥
(আহা হা হা, তাই)