বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৩২৩
চলচ্চিত্রের গান

আর বুঝিতে পারি না, আর জুঝিতে পারি না !
জীবনের মানে কিছু, কোথা যে যাব কিছু
আর খুঁজিতে পারি না !

ওপারে বকুল ঝরে, শিউলি পারুল গন্ধ ছড়ায়
এপারে আকুল ব্যাকুল নয়ন শুধুই অশ্রু ঝরায়।
হয়তো এ দুয়েরই মানে মহাকালে এক হয়ে যায় ॥

আর বলিতে পারি না, আর চলিতে পারি না !
না-বোঝা ব্যথা দিয়ে, সাজানো কথা দিয়ে
আর ছলিতে পারি না !

কোথা যে শুরু হল কোনখানেতে অন্ত তারি?
কী দিশা পাবার আশায় কোনখানে দিগন্ত তারি?
সুরে সুরে ভেবেছিলাম জবাব সবই দিতে পারি ॥

আর গাহিতে পারি না, আর চাহিতে পারি না !
আমার এ জীবন-তরী বিষাদে গেছে ভরি,
আর বাহিতে পারি না !


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ২৯৯