চলচ্চিত্রের গানআর বুঝিতে পারি না, আর জুঝিতে পারি না !
জীবনের মানে কিছু, কোথা যে যাব কিছু
আর খুঁজিতে পারি না !ওপারে বকুল ঝরে, শিউলি পারুল গন্ধ ছড়ায়
এপারে আকুল ব্যাকুল নয়ন শুধুই অশ্রু ঝরায়।
হয়তো এ দুয়েরই মানে মহাকালে এক হয়ে যায় ॥আর বলিতে পারি না, আর চলিতে পারি না !
না-বোঝা ব্যথা দিয়ে, সাজানো কথা দিয়ে
আর ছলিতে পারি না !কোথা যে শুরু হল কোনখানেতে অন্ত তারি?
কী দিশা পাবার আশায় কোনখানে দিগন্ত তারি?
সুরে সুরে ভেবেছিলাম জবাব সবই দিতে পারি ॥আর গাহিতে পারি না, আর চাহিতে পারি না !
আমার এ জীবন-তরী বিষাদে গেছে ভরি,
আর বাহিতে পারি না !