আর দেরি নেই আমি আসছি, আমি আসছি,
আলো জ্বালব জ্বালব বলে
সূর্যের থেকে অগ্নিবন্যা নিয়ে আসছি গো
না ফিরে যেয়ো না ॥জীবন বালুর বেলায় শুধু ঘর বাঁধা বাঁধা খেলায়
কেটেছে আমার গো প্রিয়া মিছে কতনা বেলা,
আর দেরি নেই, আর দেরি নেই, না ফিরে যেয়ো না ॥গহন সঘন রাত্রি কত না দিশাহারা যাত্রী
অসহায় জানি গো প্রিয়া কাঁদে জীবন ধাত্রী,
আর দেরি নেই, আর দেরি নেই, না ফিরে যেয়ো না ॥