আর দূর নেই দিগন্তের বেশি দূর নেই
সব ক্লান্তির অন্ত এবার
এই রাত্রির সীমান্তের যারা যাত্রী
সংক্রান্তির লগ্ন এবার ॥ধরো তুলে ধরো যুগান্তের জড়ো
যত সাধনা
পরো মাথে পরো রক্ততিলক করো
যত বেদনা
ঢেউয়ে ঢেউয়ে দুলে, সে কী মাতন তোলে
জনকল্লোলে আসে বন্যা ॥যত আছে ক্ষত শতাব্দীর শত
জমা অপমান
এসো আজ তবে ভাঙতে ভাঙতে হবে
যত অসমান
এসো সদ্ভাবে, তো বুকে বুকে পাবে
দধীচির অস্থির সন্ধান ॥