বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৭

আর গান গেয়ে কী হবে বলো?
যদি শিশুদের কান্নায়
দশদিশি ভরে যায়
আর্তের হাহাকার
শৃগালের চিৎকার
অসুরেরা নেচে নেচে গায়!

সুর সপ্ত সুরেই বাঁধা থাক
ফুল ফুল বাগিচায় ফুটে থাক
যত কল্পলোকের কবিরা
আজ সব হয়ে যাক নির্বাক।
যদি চাঁদ ওঠে আজ
তাকে বোলো ফিরে যাক
মেঘে মেঘে তার মুখটি লুকাক ॥

আর পূর্ণিমা কী হবে বলো?
যদি প্রেমিকার প্রেমিকের
বাহুডোর ছিঁড়ে যায়
ফুলশয্যায় শব শকুনের উৎসব
প্রজাপতি মরে মরে যায়!

আমি তাই ভেবেছি আর না!
ঘরে বসে কান্না আর না!
যদি ব্যথায় করে সে ছলোছল্‌
চোখে আনব অগ্নিবন্যা।
যত ফুল, যত সুর,
যত প্রেম যা মধুর
কিছুদিন দূরে দূরে থাক না।

আর ফুলে ফুলে কী হবে বলো?
যদি প্রেমিকার প্রেমিকের
বাহুডোর ছিঁড়ে যায়
ফুলশয্যায় শব শকুনের উৎসব
প্রজাপতি মরে মরে যায় ॥